Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ধুনট উপজেলা চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ০০:৪২ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ০০:৪৬

বগুড়া: বগুড়ায় ‘জুলাই শহিদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-২০২৪–এ চ্যাম্পিয়ন হয়েছে ধুনট উপজেলা ফুটবল দল। মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইব্রেকারে ৫–৪ গোলে জয় পায় ধুনট উপজেলা।

শহিদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল গোল করতে না পারায় টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ, নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল, সিরাজগঞ্জ জেলা প্রশাসক নজরুল ইসলাম, নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন এবং জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মাহফুজুল হক, মমিনুর রশিদ শাইনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, রাজনৈতিক নেতারা এবং শহিদ পরিবারের সদস্যরা।

চ্যাম্পিয়ন ধুনট উপজেলার গোলরক্ষক রকি ‘ম্যান অব দ্য ফাইনাল’ ও ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন। পাশাপাশি তিনি টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কারও অর্জন করেন।

ফাইনাল ম্যাচ ঘিরে উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে শহীদ চান্দু স্টেডিয়াম এলাকা। সকাল থেকেই হাজারো দর্শক মাঠে জড়ো হন। কেউ কেউ উঁচু ভবন ও গাছে উঠে খেলা উপভোগ করেন। দর্শকের চাপে একটি গাছের ডাল ভেঙে পড়লে কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটে।

সারাবাংলা/এসএস

উপজেলা গোল্ডকাপ ফুটবল চ্যাম্পিয়ন জেলা প্রশাসক ধুনট বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর