ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভূমিধসে একটি যাত্রীবাহী বাস চাপা পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রাইভেট বাসটি প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে হরিয়ানার রোহতক থেকে গুমারউইনের উদ্দেশে যাচ্ছিল। পথে প্রবল বৃষ্টির কারণে বিলাসপুরের ভালু সেতুর কাছে ভালুঘাট এলাকায় পাহাড় ধসে বাসটির ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই বহু যাত্রী প্রাণ হারান। তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘পুরো পাহাড়ই বাসটির ওপর ভেঙে পড়েছে। যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।’
দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে অনুদান ঘোষণা করেছেন।