Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১১:৫০ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ১৩:৪৬

পাবনা: পাবনায় একটি আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সকালে শহরের হামিদ রোড় হোটেল রয়েল প্যালেস থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত স্বাধীন সরকার (৪০) সিরাজগঞ্জ সদর কাজীপুর গজাইল গ্রামের গাজী শাজাহানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে হোটেলে থাকার জন্য রুম নেয় স্বাধীন। সকালে হোটেল বয় ডাকাডাকি করলে তার কোনো সারা শব্দ না পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস নেওয়া অবস্থায় দেখেন।

স্বাধীনের ভাইরা ভাই শুভ্র বললেন আমার বাসায় ছিলেন সে হঠাৎ করে দুপুরে সে বের হয়ে যায় সন্ধায় হয়েছে গেলেও সে বাড়িতে আসে না ফোন বন্ধ পায়। তার পারিবারিক ঝামেলার কারণে এই ঘটনা ঘটতে পারে বলে জানান।

বিজ্ঞাপন

সদর থানার অফিসের ইনচার্জ (ওসি) আব্দুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, মরদেহ উদ্ধার করে থানা মগে রাখা হয়েছে।

সারাবাংলা/ইআ

পাবনা যুবকের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর