কুষ্টিয়া: ‘আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’-এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (৮ অক্টোম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নুরে সফুরা ফেরদৌস। সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের সম্ভাবনা। তাদের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক ও শিক্ষার বিকাশে সমাজের প্রত্যেকের ভূমিকা রাখতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুদের অধিকার নিশ্চিত করতে পরিবার ও সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এ সময় বক্তারা আরও বলেন, কোনো শিশুর ওপর জোর করে কিছু চাপিয়ে না দিয়ে ভালোবাসা, যত্ন, জ্ঞান-বিজ্ঞান ও মুক্ত চিন্তার চর্চার মাধ্যমে তাদের বেড়ে উঠতে সাহায্য করতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে দেশের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে শেষে নারী ও শিশুদের নিয়ে কাজ করা ১৮টি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।