Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৫:১৩ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ১৬:৪১

বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক মুফিদুল আলম। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: ‘আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’-এই প্রতিপাদ্যে বিভাগীয় জেলা ময়মনসিংহে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে নগরীর মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুফিদুল আলম। মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী জামান এবং জেলা তথ্য কর্মকর্তা শেখ মো. শহিদুল ইসলাম।

সারাবাংলা/জিজি