Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকদের জন্য টাইফয়েড টিকাদানবিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৫:৫৭ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ১৬:৪১

জেলা তথ্য অফিসের আয়োজনে এ কর্মশালার অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদকর্মীদের টাইফয়েড টিকাদানবিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা মডেল মসজিদ হলে জেলা তথ্য অফিসের আয়োজনে এ কর্মশালার অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার। টাইফয়েড টিকা সম্পর্কিত আলোচনা ও এই রোগ থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.আওলিয়ার রহমান ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দীপক কুমার সাহা। কর্মশালায় সমাপনী বক্তব্য দেন তথ্য বিভাগের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।

বিজ্ঞাপন

কর্মশালায় প্রধান অতিথি শারমিন আক্তার বলেন, প্রতিবছর ৯ লাখ মানুষ টাইফয়েড রোগে আক্রান্ত হয় এবং ৯ হাজার মানুষ মৃত্যুবরণ করেন। টাইফয়েড টিকা দেওয়ার পূর্বশর্ত হচ্ছে অনলাইনে রেজিষ্ট্রেশন।

সারাবাংলা/জিজি

কর্মশালা টাইফয়েড টিকাদান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর