ময়মনসিংহ: ময়মনসিংহে নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় আস্থা প্রকল্পের আয়োজনে নগরীর একটি রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, আস্থা প্রকল্পের ক্লাস্টার কোঅর্ডিনেটর খালেদ এহতেশাম, ডিস্ট্রিক্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর ইমন সরকার, সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস মীম, জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক রকিব হোসেন প্রমুখ।
সভায় নাগরিক প্লাটফর্মের সদস্যরা জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ছোট ছোট কাজের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতির চর্চা করার আহ্বান জানানো হয়।