খুলনা: খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক লাখ ৭২ হাজার তিনশত ৭০ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ আয়োজিত ইপিআই কর্মসূচির আওতায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে নগর স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সকল শিশু যেন টিকা নিতে পারে তা নিশ্চিত করতে হবে। জন্ম নিবন্ধন সদন না থাকলেও শিশু টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে বিশেষ ব্যবস্থায় টিকা নিতে পারবে। কোনো শিশু অসুস্থ থাকলে টিকা নিতে না পারলেও পরবর্তীতে সুস্থ হলে টিকা নিতে পারবে।
তিনি সকলের অবগতির জন্য জানান, এই টিকা শতভাগ নিরাপদ, এটি কোনো পরীক্ষামূলক টিকা নয়। সুস্থ-সবল-জাতি গঠনে টাইফয়েড টিকাদান শতভাগ সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্মেলনে জানানো হয়, টিকা ক্যাম্পেইনের আওতায় কেসিসি এলাকায় পাঁচশত ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে। খুলনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি)-এর আওতায় প্রথম দুই সপ্তাহ (১২-৩০ অক্টোবর) পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ (১-১৩ নভেম্বর) কমিউনিটিতে নিয়মিত এবং স্থায়ী কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।
সাংবাদিক সম্মেলনে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে টিকাদান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজিব।
টিকা ক্যাম্পেইনে ২৫২ জন টিকাদানকারী, ৩৫০ জন স্বেচ্ছাসেবী, ৬২ জন প্রথমসারির সুপারভাইজার, আটজন দ্বিতীয়সারির সুপারভাইজার, চারজন কোল্ড চেইন ম্যানেজমেন্ট এবং চারজন আইটি ম্যানেজমেন্টে দায়িত্ব পালন করবেন।