Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বামা’র গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন

সারাবাংলা ডেস্ক
৮ অক্টোবর ২০২৫ ১৭:৪০

মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফাকচারার্স অ্যাসোসিয়েশন বামা’র গবেষণা প্রতিবেদন ‘Preclinical Safety and Clinical Efficacy Study Report Of Some Ayurvedic Medicine’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর বাংলামটরে হামদর্দের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বামা’র প্রেসিডেন্ট, হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী; হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

প্রকাশিত অভিসন্দর্ভ’র ওপর আলোচনা করেন গবেষণাপত্রের প্রজেক্ট কনসেপ্ট উপস্থাপনকারী অধ্যাপক এম শাহাবুদ্দীন কে চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক অধ্যাপক ড. শাকিবা ইয়াসমিন, অধ্যাপক ড. তাসমিনা রহমান, ঢাকা মেডিকেল কলেজের সাবেক পরিচালক অধ্যাপক ড. সাইদুর রহমান, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়ুর্বেদিক বিভাগের প্রধান অধ্যাপক ড.বাবুল আক্তার, বামা’র সাধারণ সম্পাদক ডা.মিজানুর রহমান।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, সিনিয়র পরিচালক বিপণন, পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার হারুন। অনুষ্ঠান উপস্থাপনা করেন হামদর্দের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।

গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফাকচারার্স অ্যাসোসিয়েশন বামা’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে বামা’র নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

গবেষণা প্রতিবেদন বামা মোড়ক উন্মোচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর