Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরু ছাড়াই ঘানি টানা দম্পতির পাশে তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৮:২৪ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ১৯:০৪

তেলি মোস্তাকিন আলী ও তারেক রহমান। ছবি: সংগৃহীত

নীলফামারী: জেলার কিশোরগঞ্জ উপজেলার গরু ছাড়াই ৩০ বছর ধরে ঘানি টানা তেলি মোস্তাকিন আলী ও তার স্ত্রী ছকিনা দম্পতিকে সাহায্যের  জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবারকে’ নির্দেশ দিয়েছেন।

বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ৭০ বছরের বৃদ্ধ তেলি মোস্তাকিন ও তার স্ত্রী সহ ৩ যুগ ধরে বুক দিয়ে ঘানি টানার সংবাদ প্রচার পায়। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি তারেক রহমানের নজরে আসে। এরপর ওই হতদরিদ্র পরিবারকে সাহায্যের জন্য ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ককে নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সহায়তা দেওয়ার কথা জানায় সংগঠনটির নেতারা।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৯ অক্টোবর বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহায্য নিয়ে ওই বৃদ্ধের বাড়িতে উপস্থিত থাকবেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এছাড়াও উপস্থিত থাকবেন সংগঠনের উপদেষ্টারা, সদস্য সচিব ও সদস্যরা। এসময় ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে ২টি অটো রিকশা ও মোস্তাকিমের মেজ ছেলে শাহাজাহানের জন্য নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, সংসারের টানাপড়েনের জন্য কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের নয়ালখাল গ্রামের হতদরিদ্র তেলি মোস্তাকিন গরু কিনতে না পেরে নিজেই ৩ যুগ ধরে বুক ও কোমর দিয়ে ঘানি টানেন। তাকে সহযোগিতা করেন স্ত্রী ছকিনা। ওই দম্পতির সংসারে ৯ সদস্য। এর মধ্যে ৩ জন প্রতিবন্ধী।

একই অনুষ্ঠানে প্রতিনিধি দলটি চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত স্থানীয় শহিদ পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

সারাবাংলা/এসএস

গরু ঘানি টানা ছাড়াই তারেক রহমান দম্পতি পাশে