Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদুল আলম আটকের পর সরকারের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৯:৪৯ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ২০:২৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শহিদুল আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৮ অক্টোবর) তার আটকের খবর নিশ্চিতের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই পোস্টে তিনি অন্তর্বর্তী সরকারের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন।

মির্জা ফখরুল লেখেন, ‘শহিদুল আলমকে মুক্ত করুন। আমি সরকারকে তার নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এর আগে, আটকের আগ মুহূর্তে শহিদুল ফেসবুক পোস্টে বিষয়টি জানান। তার শেষ ভিডিওবার্তা আপলোড করার আগে তাকে বহনকারী জাহাজ দ্য কনশেনসে ইসরায়েলি আক্রমণের লাইভও করেন তিনি।

বিজ্ঞাপন

শহিদুল আলম ভিডিওবার্তায় বলেন, ‘আমি শহিদুল আলম বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তার মানে আমাদের সমুদ্রে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েল দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে এই দেশ। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য।’

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

আটক ইসরায়েল বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহিদুল আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর