Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কন্যা সন্তানকে প্রকাশ্যে এনে নাম প্রকাশ করলেন আরবাজ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ অক্টোবর ২০২৫ ১৯:৫৩ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ২০:২৫

কন্যাসন্তানকে নিয়ে বাড়ি ফিরছেন আরবাজ খান। ছবি: সংগৃহীত

৫৮ বছর বয়সে কন্যা সন্তানের বাবা হয়েছেন আরবাজ খান। বাবা হওয়ার পরে এই প্রথম প্রকাশ্যে এলেন এই বলিউড অভিনেতা তথা প্রযোজক। ছবিশিকারিদের সামনে এলেন কোলে সদ্যোজাতকে নিয়ে।

মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সুরা খান। গত ৫ অক্টোবর এই সন্তানের আগমন হয়েছে। এবার তার বাড়ি যাওয়ার পালা। এর মধ্যেই কন্যাসন্তানের নাম প্রকাশ্যে এনছেন বাবা-মা। নাম রাখা হয়েছে-সিপারা। নেটিজেনদের ধারণা, বাবা ও মায়ের নামের অক্ষর মিলিয়েই ঠিক করা হয়েছে এই নাম।

বুধবার (৮ অক্টোবর) হাসপাতাল থেকে কন্যা সন্তানতে বাড়ি নিয়ে যাওয়ার পথেই ক্যামেরার সামনে আসেন আরবাজ। সাদা তোয়ালেতে মোড়ানো কন্যা, আর বাবার মুখে হাসি-দেখে ব্যস্ত হয়ে ওঠেন ছবিশিকারিরা। তারা শুভেচ্ছায় ভরিয়ে দেন কন্যার বাবাকে। এসময় সকলকে ধন্যবাদ জানান আরবাজ। তবে কন্যা সন্তানের মুখ এ দিন প্রকাশ্যে আনেননি তিনি। সুরাকেও দেখা যায়নি ক্যামেরার সামনে।

বিজ্ঞাপন

২০১৬ সালে মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল আরবাজের। ২০২৩ সালে মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেন তিনি। গত বছর থেকেই শুরু হয়েছিল আরবাজ ও সুরার সন্তান হওয়ার জল্পনা। অবশেষে চলতি বছরে জানা যায়, তাদের ঘরে আসছে সন্তান। লক্ষ্মীপূজার একদিন আগে কন্যাসন্তানের জন্ম দেন সুরা।

এর আগে মালাইকার সঙ্গে এক পুত্র সন্তান রয়েছে আরবাজের। তার নাম আরহান খান। আরহান নিয়মিত খোঁজ নিয়েছেন তার সৎমা সুরার। এমনকি হাসপাতালে সুরার সঙ্গে দেখাও করতে এসেছেন তিনি। তবে এই নিয়ে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া জানাননি প্রাক্তন স্ত্রী মালাইকা। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পরে বলিউড অভিনেতা অর্জুন কাপূরের সঙ্গে টানা ছয় বছরের সম্পর্কে ছিলেন তিনি। সেই সম্পর্কে গত বছর ইতি টেনেছেন তারা।

সারাবাংলা/জিজি

আরবাজ খান কন্যাসন্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর