বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রী মে হ্লা প্রুর নামে বান্দরবানের ১৪ কোটি টাকার স্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত।
জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে রয়েছে জমি, প্লট, গাড়ি ও তাদের নামে থাকা ১২টি ব্যাংক হিসাব।
দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (৮ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জর্জ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন।
আদেশে বলা হয়, জব্দ ও অবরুদ্ধ হওয়া সম্পদগুলোর মধ্যে বীর বাহাদুর উশৈসিং এর বান্দরবানের ১২ কোটি ৭৫ লাখ টাকার স্থাবর সম্পদ এবং আটটি ব্যাংক হিসাব ও তার স্ত্রী মেহ্লাপ্রুর নামে চারটি ব্যাংক হিসাব ও একটি নিউ হিনো এসিবাস, একটি প্রাইভেটকার ও এক কোটি ২৮ হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, বীর বাহাদুর উশৈসিং ও তার সহধর্মীনি মেহ্লা প্রু এর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠে। অনুসন্ধানের ভিত্তিতে কমিশনের অনুমোদনক্রমে মামলা দায়ের করা হলে মামলার তদন্তকালে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। বর্তমান পরিস্থিতিতে এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করা হতে পারে। তাই মামলা নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তী সময়ে ওই সম্পদ উদ্ধার করা কষ্টসাধ্য হয়ে পড়বে। তাই এসব স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদগুলো অবরুদ্ধ করা আবশ্যক।