Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেন উদ্ধার শেষে ফেরার পথে প্রাণ গেল রেল প্রকৌশলীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ২১:১৫ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ২২:২১

সিলেট: সিলেটের মোগলাবাজারে দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারকাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের উপ-সহকারী প্রকৌশলী (পথ) মোজাম্মেল হক।

বুধবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রোমান আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলপথ উদ্ধার ও চলাচল স্বাভাবিক করতে প্রকৌশলী মোজাম্মেল হক ঘটনাস্থলে যান। কাজ শেষে বুধবার সকালে মোটরসাইকেলযোগে ফেরার পথে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী-২ আহসান হাবিব জানান, নিহত মোজাম্মেল হকের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ীতে। মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।  ২০০৬ সালে মোজাম্মেল হক বাংলাদেশ রেলওয়ের চাকরিতে যোগদান করেন বলেও জানান তিনি।

এদিকে প্রকৌশলী মোজাম্মেল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

সারাবাংলা/এসএস

উদ্ধার ট্রেন পথে প্রকৌশলী প্রাণ ফেরা রেল শেষে

বিজ্ঞাপন

২২১ রানে থামল বাংলাদেশ
৮ অক্টোবর ২০২৫ ২১:৪৩

আরো

সম্পর্কিত খবর