চট্টগ্রাম ব্যুরো: মধ্যপ্রাচ্যের ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন বলে তথ্য পেয়েছে স্থানীয় প্রশাসন। নিহতদের সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা।
বাংলাদেশ সময় বুধবার (৮ আগস্ট) সন্ধ্যায় ওমানের দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিনু মারমা সারাবাংলাকে বলেন, ‘আমরা জানতে পেরেছি, সাগরে মাছ ধরা শেষে ১৪ জন একটি মাইক্রোবাসে করে ফিরছিলেন। দ্রুতগতির কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ১০ জন নিহত হয়েছেন।’
‘নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি এবং সবাই সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের বাসিন্দা।’
নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে ইউএনও বলেন, ‘তাদের প্রত্যাশা অনুযায়ী সরকারি ও প্রশাসনিকভাবে আমাদের যা যা করা দরকার সবই করা হবে। আইনগতভাবেও যেটুকু সহযোগিতা প্রয়োজন সবই দেওয়া হবে।’