Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ দফা দাবি আদায়ে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ২১:৪৮ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ২৩:৫১

বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো

ঢাকা: ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আগামী ১০ অক্টোবরের গণমিছিল এবং ১২ অক্টোবর দুইদিন দেশের সব জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৮ অক্টোবর) দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই আহবান জানান।

বিবৃতিতে জামায়াত সেক্রেটারি বলেন, আমরা বরাবরই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত পরিবেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার যদি জামায়াতে ইসলামী ঘোষিত ৫-দফা গণদাবি উপেক্ষা করে এবং তা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে- তাহলে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার করতে বাধ্য হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দ্বিতীয় দফায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ অক্টোবর ঢাকা মহানগরীসহ দেশের সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সব জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হবে।

তিনি দুই কর্মসূচি ব্যাপকভাবে সফল করে জুলাই জাতীয় সনদের আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫-দফা গণদাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি আহবান জানান।

সারাবাংলা/এমএমএইচ/এসএস

২ দিন কর্মসূচি ঘোষণা জামায়াত দাবি পাঁচ দফা