ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আয়োজিত ‘ব্যক্তিগত কর্মকর্তা’ (দশম গ্রেড) পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক দিলাওয়েজ দুরদানা’র সই করা এক বিজ্ঞপ্তিতে এই পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থী ১৩৯৮ জন।
পরীক্ষাকেন্দ্রগুলো হলো- সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, কলেজ গেট, মোহাম্মদপুর, ঢাকা এবং ৭১ মিলনায়তন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
এ ছাড়াও বিজ্ঞপ্তিতে পরীক্ষা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, প্রার্থীরাকে স্ব–স্ব প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।
উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখতে এবং পূরণ করতে হবে। কোনো প্রকার কাটাকাটি বা ফ্লুইড ব্যবহার করা যাবে না, অন্যথায় প্রার্থিতা বাতিল হবে।
৯০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে: লিখিত পরীক্ষা মোট ৯০ নম্বরের হবে। এতে বাংলা-২৫, ইংরেজি-২৫, গণিত-২০ এবং সাধারণ জ্ঞান-২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন উত্তরপত্র ব্যবহার করতে হবে।
পরীক্ষা কেন্দ্রে বইপুস্তক, ব্যাগ, মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি আনা সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু কালো কালির বল পয়েন্ট কলম এবং সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
সেসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, দৃষ্টিপ্রতিবন্ধী এবং অন্যান্য শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাদের শ্রুতলেখক প্রয়োজন, তাদের ১৬ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে কমিশন সচিবালয়ের নন-ক্যাডারের (পরীক্ষা) পরিচালক বরাবর আবেদন করতে হবে।