Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন খালেদা জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ২৩:৪৫ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ০১:২৪

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

ঢাকা: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সমাধিতে তিনি জিয়ারত করেন। জিয়ারত শেষে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে গেছেন।

এর আগে, রাত সাড়ে ১০টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি সমাধির উদ্দেশে রওনা দেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বেগম জিয়ার সঙ্গে আছেন।’

গাড়িতে বসেই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন বেগম খালেদা জিয়া। এ সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ভাই মেজর অবসরপ্রাপ্ত মরহুম সাঈদ এসকান্দারের সহধর্মিণী ও ছোট ভাই প্রকৌশলী শামীম এসকান্দারের সহধর্মিণীসহ পরিবারের অন্যান্য সদস্যরা সঙ্গে ছিলেন।

বিজ্ঞাপন

এ ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব‍্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন, ব‍্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা এ এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা জাফর আহমেদ, চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, চেয়ারপার্সনের নিরাপত্তা সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. শামসুল ইসলাম, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, অ্যাডভোকেট মেহেদুল ইসলাম, চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে দলীয় নেতা-কর্মীরাও সমাধি এলাকায় অবস্থান নেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, রাত ১১টার আগে খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে কুরআন তিলাওয়াত করতে আসেন। রাত ১১টা ১৫ মিনিটের দিকে সমাধি জিয়ারত শেষে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে যান।

সারাবাংলা/এফএন/এইচআই

খালেদা জিয়া জিয়ারত বিএনপি সমাধি