Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ান কাপ বাছাইপর্ব
বাংলাদেশ-হংকং ম্যাচ যেভাবে দেখবেন

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ০৮:২৩ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ১০:৫৩

হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়ান কাপের বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হংকং দল এখন ঢাকায়। হংকংয়ের বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে নামবে হামজা চৌধুরীর বাংলাদেশ।

আজ রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-হংকং। ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে।

ম্যাচটি উপভোগ করা যাবে অনলাইনেও। বঙ্গো অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে বাংলাদেশ-হংকং ম্যাচ। শুধু আজকের নয়, হংকংয়ের মাটিতে হওয়া ফিরতি লেগও সম্প্রচার করবে বঙ্গো।

এখন পর্যন্ত এশিয়া কাপের বাছাইপর্বে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এক ড্র ও এক পরাজয়ে ১ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন হামজারা।

বিজ্ঞাপন

অন্যদিকে ২ ম্যাচে ১ জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে হংকং। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর। ১ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে ভারত।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর