Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৯ অক্টোবর ২০২৫ ০৯:৩৪ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ১১:২১

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশি। ছবি কোলাজ: সারাবাংলা

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে সোয়া ৩টার দিকে দেশটির দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বলে জানা গেছে।

ওমান থেকে প্রকাশিত দৈনিক টাইমস অব ওমানের প্রতিবেদনে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, দুকুম সিদরা এলাকায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওমানের দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রবাসীদের বহনকারী গাড়িটি। এসময় মাছবাহী একটি কনটেইনার ট্রাকের সঙ্গে সংঘর্ষে তাদের গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি ও আলাউদ্দিন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

ওমানে বাংলাদেশ দূতাবাসের সচিব (শ্রম) আসাদুল হক গণমাধ্যমকে জানান, দুর্ঘটনাস্থলেই আট বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন। আহত চালককে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় সহায়তা দেন। বর্তমানে মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

সারাবাংলা/ইআ

ওমান বাংলাদেশি নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে ব্র্যাক
৯ অক্টোবর ২০২৫ ১১:০৭

আরো

সম্পর্কিত খবর