Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজা শান্তিচুক্তিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
৯ অক্টোবর ২০২৫ ১৪:৩৬ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ১৬:০৮

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত এক চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রস্তাবের ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের বিষয়ে যে চুক্তি হয়েছে, আমি তা স্বাগত জানাই।’

গুতেরেস এক্স (পূর্বে টুইটার)-এ পোস্ট করে বলেন, ‘এই অত্যন্ত প্রয়োজনীয় অগ্রগতির জন্য যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টাকে আমি প্রশংসা জানাই। আমি সব পক্ষকে অনুরোধ জানাই, তারা যেন চুক্তির সব শর্ত পূর্ণভাবে মেনে চলে।’

তিনি আরও বলেন, ‘সব বন্দিকে সম্মানজনকভাবে মুক্তি দিতে হবে। স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। যুদ্ধ একবারে বন্ধ হতে হবে। গাজায় অবিলম্বে এবং বাধাহীনভাবে মানবিক সাহায্য ও প্রয়োজনীয় বাণিজ্যিক পণ্য প্রবেশের ব্যবস্থা করতে হবে।’

বিজ্ঞাপন

জাতিসংঘ মহাসচিব জানান, সংস্থা এই চুক্তির পূর্ণ বাস্তবায়নে সহায়তা করবে এবং টেকসই মানবিক সহায়তা ও পুনর্গঠনের কার্যক্রম জোরদার করবে।

গুতেরেস আরও বলেন, ‘এটি একটি ঐতিহাসিক সুযোগ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে অগ্রসর হওয়ার, যাতে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে পারে। এখনই সময় দখলদারিত্বের অবসান ঘটিয়ে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃতি দেওয়ার।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর