Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ভ্যানচালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৬:৫৯ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ১৭:৩৭

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা।

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্যানচালক জাহিদুল ইসলাম হত্যা মামলায় সোহেল রানাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা অতিরিক্ত ৫ম আদালতের স্টেনোগ্রাফার শিপল সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন অভিযুক্ত সোহেল রানার উপস্থিতিতে এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা মুক্তাগাছার মন্ডলসেন পশ্চিমপাড়ার চান মিয়ার ছেলে।

মামলার বিবরনে জানা যায়, ২০১৫ সালে ১৭ সেপ্টেম্বর দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডলসেন পশ্চিম পাড়ার রফিকুল ইসলামের ছেলে ভ্যানচালক জাহিদুল ইসলাম প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফিরলে জাহিদের মোবাইল ফোনে যোগাযোগ করলে মোবাইল বন্ধ পান পরিবারের লোকজন। পরদিন খালের মধ্যে গলাকাটা একটি লাশ পাওয়া গেলে পরিবারের লোকজন এসে লাশটি সনাক্ত করে। পরে বাবা রফিকুল ইসলাম মুক্তাগাছা থানায় হত্যা মামলা করলে পুলিশ তদন্তে সোহেল রানাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

অভিযুক্ত সোহেল রানার জবানবন্দী ও ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই আদেশ দেন। মামলায় রাষ্ট্র্রপক্ষের আবুল কালাম আজাদ ও আসামি পক্ষের মো. শহীদুল হক শহীদ মামলাটি পরিচালনা করেন।

সারাবাংলা/এনজে

ভ্যানচালক হত্যা মামলা মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর