Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪০ প্রার্থীর তালিকা প্রকাশ ‘গণতন্ত্র মঞ্চ’র

স্টাফ করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৬:৪৭ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ১৭:১৮

সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা।

ঢাকা: বাম ও প্রগতিশীল রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট ‘গণতন্ত্র মঞ্চ’ আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ১৪০ জনের একটি প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইউম।

বিজ্ঞাপন

জোটের নেতারা জানান, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য জনগণের পক্ষ থেকে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রয়াস হিসেবেই তারা নির্বাচনমুখী হয়েছেন।

প্রকাশিত তালিকায় মঞ্চের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের নামও রয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-৪ আসন থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-৮ আসন থেকে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু জামালপুর-৫ আসন থেকে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইউম কিশোরগঞ্জ-৫ আসন থেকে নির্বাচন করবেন।

জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব শারীরিক অসুস্থতার কারণে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না। তার পরিবর্তে লক্ষ্মীপুর-৪ আসনে জেএসডির সহসভাপতি এবং তার স্ত্রী তানিয়া রবকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ‘গণতন্ত্র মঞ্চ একটি রাজনৈতিক বিকল্প শক্তি হিসেবে কাজ করছে। দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের কাঠামোগত সংস্কার অপরিহার্য।’

তারা মনে করেন, এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে বিকল্প রাজনীতি চর্চার একটি বাস্তব ক্ষেত্র তৈরি হবে।

গণতন্ত্র মঞ্চের এই প্রার্থী তালিকা আগামী নির্বাচনে বাম ও প্রগতিশীল রাজনীতির একটি সংগঠিত উপস্থিতি নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন জোটের নেতারা।

সারাবাংলা/এফএন/এইচআই

গণতন্ত্র মঞ্চ নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর