ফরিদপুর: ফরিদপুর শহরে বন্ধ দোকানের শাটারে হেলান দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শহরের পশ্চিম আলিপুর খন্দকার লজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে ।
মৃত শ্রমিক ইছহাক মাতুব্বর (৫৫) জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি এলাকার বাসিন্দা।
নির্মাণ শ্রমিক আনোয়ার হোসেন জানান, পশ্চিম আলিপুর খন্দকার লজের পাশে একটি বাড়িতে বাথরুমের রিং বসানোর জন্য সকালে ওই ব্যক্তিকে ডেকে আনা হয়। দুপুরে কাজ শেষ করে দোকানে কিছু খেতে যাওয়ার কথা বলে বের হন তিনি। পরে ফেরার পথে বৃষ্টি হলে ওই এলাকার জিসান মোল্লার অটোরিকশার ব্যাটারি ও পার্টস এর বন্ধ দোকানের সামনে বসে শাটারের সঙ্গে বিশ্রাম নিতে গেলে বিদ্যুতায়িত হয়ে তিনি মানা যান।
কোতোয়ালি থানার উপ পরিদর্শক মো. আহিদুজ্জামান জানান, বিদ্যুতের লোক এসে দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। মরদেহ শনাক্ত করে পরিবারকে সংবাদ দেওয়া হয়। মরদেহটির সুরতহাল শেষে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।