চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে বীজের প্যাকেটে আমদানিকারকের তথ্য ও মূল্য না থাকায় এবং বেশি দামে সার বিক্রি করায় তিন প্রতিষ্ঠানের মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান চলে।
চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জীবননগর বাজারে বীজ, কীটনাশক ও মুদি দোকানে অভিযান পরিচালিত হয়। এ সময় বীজের প্যাকেট আমদানিকারকের তথ্য, মূল্য ও বীজ সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারায় মেসার্স শীলা বীজ ভান্ডারের মালিককে ২৫ হাজার ও মেসার্স গ্রীন লাইফ সীডসের মালিককে ৫ হাজার টাকা ও বেশি দামে সার বিক্রি করায় মেসার্স এ্যানি এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় তাদের মূল্য-তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য কেনাবেচা, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশ।