Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিক্ষুকের কাছে পাওয়া গেল ২ বস্তা টাকা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৮:১৮ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ২০:১২

উদ্ধার করা টাকা গুনছে স্থানীয়রা। ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সালেহা পাগলী নামের এক ভিক্ষুকের কাছে পাওয়া গেছে তার জমানো দুই বস্তা টাকা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পৌর এলাকার মাসুমপুর মহল্লার পাইওনিয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের পেছনে সালেহা পাগলী অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে ছিল। পরে স্থানীয়রা বস্তা থেকে সেই টাকা উদ্ধার করে গুনেছেন। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৬৫ বছর বয়সী সালেহা বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করে আসছেন। তিনি সিরাজগঞ্জ কওমি জুট মিলের বারান্দায় থাকেন। কখনো নিজের প্রয়োজন কিংবা অসুস্থতায় চিকিৎসার জন্যও টাকা খরচ করতেন না। তার একমাত্র মেয়ে শাপলা খাতুনের স্বামী মাছুমপুর পশ্চিমপাড়ার রিকশাচালক শহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

ভিক্ষুকের মেয়ে শাপলা খাতুন বলেন, ‘মা আমাদের সঙ্গে থাকতেন না, একাই থাকতেন। আজ তার থাকার জায়গা থেকে অনেক টাকা পাওয়া গেছে। এখন আমি মায়ের কাছে আছি। এই টাকা দিয়ে তার চিকিৎসা করানো হবে।’

শাপলার জামাই রিকশাচালক শহিদুল ইসলাম বলেন, ‘আমার শাশুড়ি অসুস্থ ছিলেন। বলছিলাম, আপনাকে চিকিৎসা করাবো, কিন্তু তার কাছে কতো টাকা আছে, সেটা বলতে চাইতো না। আজ এলাকাবাসী গিয়ে তার বারান্দার নিচে থেকে টাকাগুলো উদ্ধার করেছে। এখন সবাই মিলে গুনছে।’

স্থানীয় শেখ কামাল বলেন, বাজারে যাওয়ার সময় দেখতে পেলাম। দুই বস্তা টাকা নিয়ে লোকজন গণনা করছে। সালেহা বেগম প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করেন। জানতাম না, তার কাছে এতো টাকা আছে। দুই থেকে আড়াই লাখ টাকার মতো হতে পারে।

টাকা গণনায় অংশ নেওয়া রাশেদুল ইসলাম বলেন, ‘সালেহা পাগলী দীর্ঘদিন ধরে কওমি জুট মিলের পরিত্যক্ত বিল্ডিংয়ের বারান্দায় থাকেন। দুই মাস ধরে তিনি অসুস্থ। আমার ধারণা ছিল, তার কাছে কিছু টাকা আছে। পরে এলাকাবাসী গিয়ে দুই বস্তা টাকা পায়। অনেক টাকা নষ্ট হয়ে গেছে। এই টাকা দিয়ে তার চিকিৎসায় ব্যয় করা হবে।’

সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহরিয়ার আহমেদ শিপু বলেন, সালেহা নামের ভিক্ষুক দীর্ঘদিন ধরে ভিক্ষা করে টাকাগুলো জমিয়েছে। বর্তমানে তিনি অসুস্থ। দুই বস্তা টাকা উদ্ধারের পর এলাকাবাসী জনসম্মুখে শুনেছেন। সবাই সিদ্ধান্ত নিয়েছে, টাকাগুলো তার চিকিৎসার জন্য ব্যয় করা হবে।

বর্তমানে ওই সালেহাকে স্থানীয় একটি হসপিটালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে বলে তিনি জানিয়েছেন।

সারাবাংলা/জিজি

বিজ্ঞাপন

আরো