নোয়াখালী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তানভীর উদ্দিন রাজীব।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় জাহাজমারা বাজার প্রধান সড়কে উপজেলা বিএনপির পক্ষে এ লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।
পথসভায় এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার রাজীব বলেন, আজকের এই কর্মসূচিতে হাজার হাজার মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহনই ৩১ দফাকে সমর্থন দিয়েছে। আগামী নির্বাচনে এদেশের মানুষ বিপুল ভোটে বিএনপিকে সমর্থন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে। রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তি বাংলাদেশ পরিচালিত হবে।
তিনি বলেন, সমৃদ্ধির হাতিয়া বিনির্মানের লক্ষ্যে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। দলের দুঃসময়ে হাতিয়ায় নেতাকর্মীদের সুসংগঠিত রেখে সংগঠনের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
এসময় হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আরেফিন আলিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।