Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিএস পরীক্ষার্থীদের নিয়ে রাবি থেকে ঢাকার উদ্দেশে ১৪টি বাস

রাবি করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ০২:০৫ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ০২:০৯

বিসিএস পরীক্ষার্থীদের নিয়ে রাবি থেকে ঢাকার উদ্দেশে ১৪টি বাস। ছবি: সারাবাংলা

ঢাকা: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিপুল সংখ্যক শিক্ষার্থী ঢাকায় যাচ্ছেন। তাদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (RUAA) যৌথ উদ্যোগে মোট ১৪টি বাসের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে চারটি ও রুয়ার পক্ষ থেকে ১০টি বাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বাসগুলো একযোগে ছেড়ে যায় এবং ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে বিকেল ৩টায় বাসগুলো ছেড়ে আসবে।

এর আগে, পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় যাতায়াতের জন্য বাস বরাদ্দের দাবিতে পরিবহণ দফতরের প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছিল রাবি ছাত্রশিবির।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিসিএস পরিক্ষার্থী আতাউল্লাহ বলেন, ‘৪৯তম বিশেষ পরীক্ষার জন্য আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকায় যাচ্ছি। শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাত্র চারটি বাসের ব্যবস্থা করা হয়েছিল, যা শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় ছিল অপ্রতুল। পরবর্তী সময়ে বাসের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হলো, যা সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ। আমি মনে করি, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। আজ আমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি, ভবিষ্যতে আরও ভালো ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও রাকসুর ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’র ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘৪৯তম বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৭৩১ জন শিক্ষার্থী আজ ঢাকায় যাচ্ছেন। শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাত্র চারটি বাসের ব্যবস্থা করা হয়েছিল, যা এত সংখ্যক পরীক্ষার্থী পরিবহণের জন্য ছিল একেবারেই অপ্রতুল। পরবর্তী সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার অনুরোধে এবং রুয়া (RUAA)-এর সহযোগিতায় বাসের সংখ্যা বাড়িয়ে ১৪টিতে উন্নীত করা হয়। এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।’

রাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সম্মিলিত শিক্ষার্থী জোট নির্বাচিত হলে শিক্ষার্থীদের স্বার্থে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।’

এ বিষয়ে রুয়ার দফতর সম্পাদক কাজী মামুন রানা বলেন, ‘রুয়ার নবগঠিত কমিটির উদ্যোগে ৪৯তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য ঢাকাগামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে ১০টি বাস বরাদ্দ দেওয়া হয়েছে। এটি শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে ঢাকায় যাওয়া-আসা নিশ্চিত করবে। শিক্ষার্থীরা এসব বাসে সম্পূর্ণ ফ্রি ভ্রমণ করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘রুয়া মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে গঠিত একটি সংগঠন। আমরা এরই মধ্যে শিক্ষাবান্ধব নানা উদ্যোগ হাতে নিয়েছি। এর অংশ হিসেবে ক্যাম্পাসে ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা, দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ভাতা চালু করা এবং হলের খাবারের মান উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে। রাকসু নির্বাচন শেষে এসব পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে। এছাড়া নতুন কিছু সিদ্ধান্ত পরবর্তী সময়ে জানানো হবে।’

সারাবাংলা/এনএমই/পিটিএম

১৪টি বাস বিসিএস রাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর