Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ০৪:১৫ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১১:০৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফইল ছবি।

ঢাকা: দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব বিমানবন্দরে সাইবার হামলার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ বিষয়ে ১০ দফা বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে বিমানবন্দরগুলোর প্রধান এবং সিভিল অ্যাভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে।

বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খানের সই করা ওই নির্দেশনার চিঠি এরই মধ্যে সংশ্লিষ্ট দফতরে পৌঁছে গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এটি স্বাভাবিক নিয়ম মাফিক সতর্কতা জারি করা, সাইবার এলার্ট হিসেবে দেওয়া হয়েছে। কোনো ঝুঁকিপূর্ণ কিছু না।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশে বিমান পরিবহণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সাইবার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় যা বলা হয়েছে-

  • শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, বিভিন্ন প্ল্যাটফর্মে পাসওয়ার্ড পুনরায় ব্যবহার থেকে বিরত থাকা এবং পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা।
  • অপরিচিত বা সন্দেহজনক ইমেইল ও লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা।
  • হোয়াটসআপ, মেসেঞ্জারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাঞ্চিত বা সন্দেহজনক লিংক কিংবা
    অ্যাটাচমেন্ট-এ ক্লিক করা থেকে বিরত থাকা।
  • সফটওয়্যার (সিকিউরিটি প্যাচ) ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা।
  • পাইরেটেড বা ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার না করা।
  • অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত সফ্টওয়্যার বা অ্যাপস ইনস্টল না করা।
  • মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) ব্যবহার করা।
  • দাফতরিক কাজে বেবিচক এর ইমেইল অ্যাড্রেস (caab.gov.bd ডোমেইন) ব্যবহার করা।
  • গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের নিয়মিত ব্যাকআপ রাখা।
  • পেনড্রাইভ স্ক্যান ব্যতিরেকে ব্যবহার না করা।

এছাড়া, সাইবার সিকিউরিটি সংক্রান্ত যেকোনো উদ্ভুত সমস্যা পরিলক্ষিত হলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক গঠিত CAAB-CIRT Team, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে (CIRT) তাৎক্ষণিক অবহিত করতে হবে।

বেবিচক জানিয়েছে, এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বিমানবন্দরগুলোর তথ্যপ্রযুক্তি অবকাঠামোকে সুরক্ষিত রাখতে এবং সাইবার হামলার ঝুঁকি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

টপ নিউজ বিমানবন্দর সতর্কতা জারি সাইবার-হামলা

বিজ্ঞাপন

আবারও দূষণে তৃতীয় স্থানে ঢাকা
১০ অক্টোবর ২০২৫ ১০:৪৯

শহিদ জেহাদ দিবস আজ
১০ অক্টোবর ২০২৫ ১০:৪১

আজও হতে পারে বজ্রসহ বৃষ্টি
১০ অক্টোবর ২০২৫ ১০:৩৪

আরো

সম্পর্কিত খবর