Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও দূষণে তৃতীয় স্থানে ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ১০:৪৯

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান পরিমাপক সংস্থা আইকিউএয়ার (IQAir)–এর সর্বশেষ সূচক অনুযায়ী, শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টায় ঢাকার বায়ুমান সূচক (AQI) রেকর্ড হয়েছে ১৬৩, যা “অস্বাস্থ্যকর” মাত্রার মধ্যে পড়ে।

তালিকায় ঢাকার ওপরে আছে পাকিস্তানের লাহোর (AQI ১৮৩) ও ভারতের কলকাতা (AQI ১৮১)। অর্থাৎ দক্ষিণ এশিয়ার এই তিনটি নগরীই এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে অবস্থান করছে।

বিশেষজ্ঞদের মতে, ঢাকায় বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে দেখা দিচ্ছে—অসংগঠিত নির্মাণকাজ, যানবাহনের কালো ধোঁয়া এবং আশপাশের ইটভাটার দূষণ। বিশেষ করে শুষ্ক মৌসুমে ধূলাবালু ও ধোঁয়ার মিশ্রণে বাতাসের মান আরও খারাপ হয়ে যায়।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা বলছেন, রাজধানীতে নিরবচ্ছিন্ন নির্মাণকাজ ও যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তারা জরুরি ভিত্তিতে ইটভাটা নিয়ন্ত্রণ, নির্মাণকাজে ধূলা প্রতিরোধ ব্যবস্থা এবং পরিষ্কার জ্বালানির ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।

বায়ুদূষণ এখন শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্যেরও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, ঢাকায় দূষিত বায়ুর কারণে শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি ও হৃদরোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মান অনুযায়ী, বায়ু মান সূচক ৫০-এর নিচে থাকলে তা নিরাপদ বলে ধরা হয়। সে হিসেবে ঢাকার বর্তমান অবস্থা নিরাপদ সীমার তিন গুণেরও বেশি।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর