Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আন্দোলন সংগ্রামের মাধ্যমে পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ১৪:১৭ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৫:৫০

সম্মেলনে বক্তব্য দিচ্ছেব বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ টি এম মাসুম।

নোয়াখালী: বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করার কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ টি এম মাসুম।

শুক্রবার (১০অক্টোবর) সকালে আল-ফারুক একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ টি এম মাসুম।

প্রধান অতিথি এ টি এম মাসুম বলেন, ‘৫৪ বছর যে জনগণ ভোট কারচুপির শিকার হয়েছে, গুন্ডাপান্ডা দিয়ে ব্যালট বাক্স চুরি, দিনের ভোট রাতে দিয়ে জনগণের ভোটাধিকার ক্ষুন্ন করেছে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে।’ পিআর এর গুরুত্ব জনগণের সামনে সর্বশক্তি দিয়ে তুলে ধরতে জামায়াতের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশের সংসদে পূর্বেও মহিলা সদস্য নির্বাচনে পিআর পদ্ধতি চালু ছিল, যারা বলে পিআর পদ্ধতি বুঝেনা তারা এখনও বোকার স্বর্গে বাস করে। জামায়াতে ইসলামী জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিকে সামনে রেখে পাঁচ দফা দাবী নিয়ে আন্দোলন করছে। জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে এদেশে পুনরায় স্বৈরশাসক তৈরি হবে। তাই জনগণকে সঙ্গে নিয়ে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে, ন্যায় ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠায় পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে বাধ্য করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে অমুসলিমদের পূর্ণ অধিকার নিশ্চিত করা হবে। দেশের চার কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। প্রতিরক্ষা বিভাগকে শক্তিশালী করে গড়ে তোলা হবে। দেশ সংস্কারের লক্ষ্যে লুটপাট, ঘুষ, খুন ও খুনিদের বিচার কার্যকর করা হবে। নারীদের মর্যাদা নিশ্চিত করা হবে। শ্রমিক, দিনমজুরদের অধিকার নিশ্চিত করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো হবে।’

এ টি এম মাসুম বলেন, ‘দেশের দূর্নীতি দমনে আইনি কার্যক্রম আরও মজবুত করা হবে। জনগণের অধিকার রক্ষায় জবাবদিহিতার সংস্কৃতি চালু করা হবে। ন্যায়, সত্য, যোগ্য, দক্ষ ও ভদ্রলোকদের রাজনীতিতে আসতে হবে। আইনের নামে, সংবিধানের নামে মানুষের উপরে নানা ধরনের অনিয়ম, জুলুম নির্যাতন হতো। জামায়াতে ইসলামীকে দেশ শাসনের দায়িত্ব দিলে দেশে আইনের ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করবে।’

সম্মেলনে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন।

সারাবাংলা/এসডব্লিউ

এ টি এম মাসুম নির্বাচন পিআর পদ্ধতি বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর