ময়মনসিংহ: ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনায় ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষ্যে কৃষি ও খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ এবং পণ্য রফতানি বিষয়ে শিক্ষিত তরুণ কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিনা’র মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা।
বিনার পরিচালক ড. মো. আজিজুল হকের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহা. গোলজারুল আজিজ, বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লুৎফর রহমান মোল্লা, প্রকল্প পরিচালক ড. মাহাবুবুল আলম তরফদার।
এ সময় বিনার অন্যান্য পরিচালক ও জ্যেষ্ঠ বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় ময়মনসিংহ অঞ্চলের ১০০ তরুণ কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। উদ্বেধনী ও কারিগরি সেশনের পরে কৃষকদের কৃষি ও খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ সম্পর্কে সুচারুভাবে প্রশিক্ষণ দেওয়া হয়।