Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ১৬:৩৮ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৭:৫৬

প্রতীকী ছবি

পাবনা: ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে পেয়ারা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(১০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার পাকশী ইপিজেড এলাকায় রিপন হোসেনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পেয়ারা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোটজামবাড়ীয়া গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে। সংসারজীবনে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পেয়ারা বেগমের স্বামী হাফিজুর রহমার ঈশ্বরদী ইপিজেড এলাকায় দিনমজুরি কাজ করেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী হাফিজুর রহমার পলাতক রয়েছেন।

বাড়ির মালিক রিপন হোসেন জানান, প্রায় এক মাস পূর্বে হাফিজুর রহমার বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।

বিজ্ঞাপন

পাকশী পুলিশ ফাড়িঁর ইনচার্জ মুনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য ও পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় ইউডি মামলা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/জিজি

নারীর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর