Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩০৮ রোগী হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ১৭:০৪ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৮:১৮

মুগদা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ১৯২ এবং এবং নারী ১১৬ জন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৫ জন, ঢাকা উত্তর সিটিতে ৪৭, ঢাকা দক্ষিণ সিটিতে ৪০ এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৫৩ হাজার ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২২৪ জনের।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/এনজে

ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর