Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে বছরে স্তন ক্যানসারে মৃত্যু ৬০০০, আক্রান্ত ১৩ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ১৭:০৫ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৯:২৪

স্তন ক্যানসারবিষয়ক গোলটেবিল আলোচনায় আলোচকরা।

ঢাকা: আন্তর্জাতিক সংস্থার হিসেব অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে ১৩ হাজার নারী স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছে। আর এতে মৃত্যু হচ্ছে ৬ হাজার নারীর।

গত বিশ বছরেরও বেশি সময় ধরে স্তন ক্যানসার সচেতনতা কার্যক্রমের পরেও মানুষ তথ্য পাচ্ছে। কিন্তু প্রতিরোধ ও স্ক্রিনিং সেবা গ্রহণে সেই মাত্রায় তৎপর হচ্ছে না।

শুক্রবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে গোলটেবিল আলোচনায় এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

বিজ্ঞাপন

এ বছরের ১৩তম স্তন ক্যানসার সচেতনতা দিবসের প্রতিপাদ্য ‘জেনে নিন, জেগে উঠুন। স্ক্রিনিং জীবন বাঁচায়।’

ডা. রাসকিন বলেন, ‘সারা মাস নানা কর্মসূচি পালিত হওয়ার পাশাপাশি ৩০ থেকে ৩১ অক্টোবর ঢাকা-রাজশাহী-খুলনা গোলাপি সড়ক শোভাযাত্রা আয়োজিত হবে। গোলাপি সাজে সজ্জিত একটি বাসে করে একদল স্বেচ্ছাসেবক ছোট-বড় প্রায় ১৫টি স্পটে আলোচনা সভা, পথসভা ও লিফলেট বিতরণসহ সচেতনতা কার্যক্রম আয়োজন করা হবে।’

তিনি বলেন, ‘ধানমন্ডি ৬ নম্বর সড়কে অবস্থিত গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালে অভাবনীয় স্বল্প খরচে স্তন ক্যানসার অপারেশন ও কেমোথেরাপির পাশাপাশি অতি দরিদ্রদের জন্য মাত্র পাঁচ হাজার টাকায় স্তন ক্যানসার অপারেশনের বিশেষ ব্যবস্থা চালু আছে।’

আগামী বছর বঙ্গভবন ও গণভবন গোলাপী রং এ সজ্জিত করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘হোয়াইট হাউজ একবার গোলাপী করা হয়েছিল ক্যানসার সচেতনতা দিবসে। আগামী বছর পুরো অক্টোবর জুড়ে ক্যানসার সচেতনতা দিবসে বঙ্গভবন ও গণভবন গোলাপী রং এ সজ্জিত করা হবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ও কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের চেয়ারম্যান ডা. জাকির হোসেন, স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ও বিশ্ব্য স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক, স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, নারী অধিকার সংস্কার কমিশনের সদস্য ও জন হপকিন’স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রখ্যাত প্রজনন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার, স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য ও নারী উদ্যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা মাশহুদা খাতুন শেফালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, সাবেক অতিরিক্ত সচিব মো. আব্দুল হাকিম, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের চেয়ারপার্সন অধ্যাপক সারিয়া তাসনিম ও সদ্য সাবেক চেয়ারপার্সন মোছাররত জাহান সৌরভ, স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ডা. মালিহা রশিদ, ইকবাল মাহমুদ, ডা. আবু জামিল ফয়সাল ও সৈয়দ হুমায়ুন কবীর, রোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান মোশাররফ হোসেন ও পাস্ট প্রেসিডেন্ট সৈয়দ আফতাবুজ্জামান এবং স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক, অলাভজনক বিভিন্ন স্বাস্থ্য ও নারী সংগঠনের নেতারাসহ আরও অনেকে।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে ২০১৩ সাল থেকে বাংলাদেশে ১০ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। সাধারন মানুষের মধ্যে স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রাথমিক অবস্থায় নির্ণয় ও সময়মতো চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধকরণ এই কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। এ বছর ফোরামের ৫৩টি সংগঠন যৌথভাবে নানা কর্মসূচী গ্রহণ করেছে। এর বাইরে বিভিন্ন সংগঠন এককভাবে কর্মসূচী পালন করবে।

আলোচনা অনুষ্ঠানের আগে প্রেস ক্লাবের সামনে থেকে একটি প্রতীকী গোলাপি শোভাযাত্রা আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে। এতে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল, প্রশিকা, ওয়াইডাব্লিউসিএ, ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি-বাংলাদেশ, পল্লীমা মহিলা পরিষদ, জামালপুর সমিতি-ঢাকা, রোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি, রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটি, ইনার হুইল ক্লাব অব গুলশান লেক সিটি, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটাল-দিনাজপুরসহ ফোরামের বিভিন্ন সদস্য সংগঠন অংশ নেয়।

সারাবাংলা/এমএইচ/এইচআই

স্তন ক্যানসার স্তন ক্যানসার সচেতনতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর