Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুবিনের মৃত্যু, দুই ব্যক্তিগত দেহরক্ষী গ্রেফতার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ অক্টোবর ২০২৫ ১৭:০৯ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৯:২৪

কণ্ঠশিল্পী জুবিন গার্গ। ছবি: সংগৃহীত

ভারতের আসামের কণ্ঠশিল্পী জুবিন গার্গের মৃত্যু তদন্তে গ্রেফতার আরও দুই। শুক্রবার (১০ অক্টোবর) সকালে আসাম পুলিশ গ্রেফতার করেছে জুবিনের দুই ব্যক্তিগত দেহরক্ষীকে। এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত।

সিঙ্গাপুরে গায়কের আকস্মিক মৃত্যুর পর থেকে তোলপাড় শুরু হয় পুরো ভারতজুড়ে। কীভাবে মৃত্যু হলো জুবিনের, বারবার এই প্রশ্নই উঠছে। এবার সেই কাণ্ডে জড়িত সন্দেহে গায়কের দুই নিরাপত্তা কর্মকর্তাকে গ্রেফতার করা হল। তাদের নাম, নন্দেশ্বর বরা ও পরেশ বৈশ্য। ২০১৩ সালে বিহু উদযাপনের সময় হিন্দি গান গাওয়ার জন্য হত্যার হুমকি পেয়েছিলেন এই গায়ক। সেই সময় তার বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তখন থেকেই ওই দুই কর্মকর্তা ছিলেন গায়কের নিরাপত্তার দায়িত্বে।

বিজ্ঞাপন

এই মৃত্যুর তদন্তে নেমে এসআইটি-র হাতে আসে কিছু বিস্ফোরক তথ্য। জুবিনের মৃত্যুর আগে ওই দুই ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল বলে জানা যায়। একজনের অ্যাকাউন্টে ৭০ লাখ টাকা এবং অন্যজনের অ্যাকাউন্টে ৪০ লাখ টাকার লেনদেন হয় বলে খবর, যা তাদের বেতনের থেকে অনেক বেশি।

এসআইটি সূত্রে খবর, ওই দুই কর্মকর্তা জুবিনের সঙ্গে সিঙ্গাপুরে যাননি। এর দুই দিন আগে জুবিনের চাচাতো ভাই ও পুলিশ কর্মকর্তা সন্দীপন গার্গকে গ্রেফতার করা হয়েছিল। তার আগে গ্রেফতার হয়েছেন গায়কের সহকারি সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী, ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহন্ত ও সঙ্গীতশিল্পী অমৃতপ্রভা মহন্ত।

সারাবাংলা/জিজি

জুবিন গার্গের মৃত্যু ব্যক্তিগত দেহরক্ষী গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর