Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্রোপচারের সময় হার্ট অ্যাটাক, সালমান খানের সহ-অভিনেতার মৃত্যু

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ অক্টোবর ২০২৫ ১৮:৩৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৯:২৪

সালমান খান ও বরিন্দর সিং ঘুমান। ছবি: সংগৃহীত

কাঁধে অস্ত্রোপচারের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউড অভিনেতা ও বডিবিল্ডার বরিন্দর সিং ঘুমান। বৃহস্পতিবার (৯ অক্টোবর) অমৃতসরের ফোর্টিস হাসপাতালে ৪২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন বরিন্দর। এদিকে তার অকাল মৃত্যু ঘিরে চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবার ও ভক্তরা।

সূত্রে জানা গেছে, বাইসেপে সামান্য আঘাতের জন্য অস্ত্রোপচার করাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন এটি একটি ছোট অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়া যাবে। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগেই মৃত্যু হয় তার।

বিজ্ঞাপন

বরিন্দরের বন্ধুরা অভিযোগ করেছেন, মৃত্যুর পর তার শরীরে অস্বাভাবিক নীলচে দাগ দেখা গেছে। তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ চাইলেও তা এখনও দেওয়া হয়নি। এর মধ্যেই ক্ষুব্ধ স্বজনরা চিকিৎসা অবহেলার অভিযোগে সরব হয়েছেন।

পাঞ্জাবি বিনোদন জগতের পরিচিত মুখ ছিলেন ভারিন্দার। পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও সংসদ সদস্য সুখজিন্দর সিং রণধাওয়া সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে বলেন, ‘ভারিন্দার তার কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে বিশ্বজুড়ে পাঞ্জাবের নাম উজ্জ্বল করেছেন।’

ভারিন্দার সিং একজন পেশাদার বডিবিল্ডার হিসেবেও সুপরিচিত ছিলেন। তিনি ২০০৯ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতা জিতেছিলেন এবং ‘মিস্টার এশিয়া’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। একজন নিবেদিত নিরামিষভোজী (ভেজিটেবিয়ান) হিসেবে কঠোর শৃঙ্খলা মেনে শরীরচর্চা করতেন বলে জানা যায়।

অভিনেতা হিসেবে ২০১২ সালে পাঞ্জাবি ছবি ‘কাবাডি ওয়ান্স মোর’ দিয়ে ভারিন্দারের অভিষেক হয়। বলিউডে সালমান খানের ‘টাইগার থ্রি’ ছাড়াও তিনি ২০১৪ সালের ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’ ছবিতেও অভিনয় করেছেন।

সারাবাংলা/এসএস

অস্ত্রোপচার অ্যাটাক খান মৃত্যু সময় সহঅভিনেতা সালমান হার্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর