Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে কর্মী সমাবেশ ডেকেছে জাপা

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ১৭:২৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৯:২৪

জাতীয় পার্টি। ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, বন্দী নেতাকর্মীদের মুক্তি, মব ভায়োলেন্স বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সকল দলের সমান সুযোগ এবং অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে কর্মী সমাবেশ ডেকেছে দলটি।

শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় পার্টির কাকরাইলে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপিত্ততে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মী সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ জাতীয় পার্টির নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর