Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কের পথে আলোকচিত্রী শহীদুল আলম

স্পেশাল করেসপডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ১৮:০১ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৯:২৪

আলোকচিত্রী শহীদুল আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের সূত্র অনুসারে, আজ বিকেলে ইসরায়েল থেকে একটি ফ্লাইট যাত্রা শুরু করে, যার যাত্রীদের মধ্যে ছিলেন প্রখ্যাত বাংলাদেশী আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম। তাকে বহনকারী ফ্লাইটটি TK 6921-স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদুল আলমের মুক্তি এবং ইসরায়েল থেকে তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতার জন্য তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় সকালে জানায়, শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে সেসব দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়।

বিজ্ঞাপন

আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির বিষয়ে দূতাবাসগুলো স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

সারাবাংলা/জিএস/জিজি

আলোকচিত্রী শহীদুল আলম তুরস্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর