Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্রের জন্য ‘শক্তিশালী বার্তা’ দিল মাচাদোর নোবেল জয়: ইইউ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৫ ১৮:১৪ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৯:২৪

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উর্সুলা ভন ডের লেইন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, গণতন্ত্রের জন্য ‘শক্তিশালী বার্তা’ দিল মাচাদোর নোবেল জয়।

শুক্রবার (১০ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘এই পুরস্কার শুধুমাত্র তার সাহসকে নয়, বরং ‘চুপ থাকতে অস্বীকার করা প্রতিটি কণ্ঠস্বরকে’ সম্মান জানিয়েছে।’

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডের লেইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘ভেনেজুয়েলাতে এবং সারা বিশ্বে এই পুরস্কার একটি শক্তিশালী বার্তা পাঠায়। স্বাধীনতার আত্মাকে জেলে পোরা যায় না। গণতন্ত্রের আকাঙ্ক্ষা সব সময় জয়ী হয়। প্রিয় মারিয়া, লড়াই চলবেই।’

বিজ্ঞাপন

আরও পড়ুন-ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

উল্লেখ্য, চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে উদ্বুদ্ধ করা এবং দেশটিকে শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক পথে নেওয়ার আন্দোলনের জন্য তাকে নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর