Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ১৮:৪৮ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ২০:১৩

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। সব বাধা-সংশয় ধুয়ে-মুছে কেটে গেছে। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে। সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পূর্বের নির্বাচনগুলো ছিল ভুয়া নির্বাচন। কিন্তু, এবার নির্বাচন হবে ফ্রি এবং ফেয়ার নির্বাচন। জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ সই করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইসরায়েলে বন্দি বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলম ইসরায়েল থেকে তুরস্কের একটি বিমানে ইস্তাম্বুলের পথে রয়েছেন।’

বিজ্ঞাপন

এসময় ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ প্রিন্ট- ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি

নির্বাচন প্রেস সচিব শফিকুল আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর