ঢাকা: রাজধানীতে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ২০তম জাতীয় ফার্নিচার মেলা-২০২৫। ‘আমার দেশ, আমার আশা—দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা’ স্লোগানে বসছে দেশের ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় আয়োজন।
আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) শুরু হতে যাওয়া এই মেলা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।
শুক্তবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফএসএমএস) এ মেলায় আয়োজন করেছে। গেল বৃহস্পতিবার (৯ অক্টোবর) মেলা উপলক্ষ্যে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ২০তম জাতীয় ফার্নিচার মেলার বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির আহ্বায়ক ও বিএফএসএমএস’র ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল আউয়াল।
তিনি বলেন, দেশীয় ফার্নিচার শিল্প দেশের শতভাগ চাহিদা পূরণ করছে এবং উল্লেখযোগ্য পরিমাণ পণ্য বিদেশে রফতানি হচ্ছে। এবারের মেলার মূল লক্ষ্য হলো দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি রফতানি বাজার আরও সম্প্রসারণ করা।
এবারের মেলায় ৪৮টি শীর্ষস্থানীয় ফার্নিচার কোম্পানি অংশ নিচ্ছে জানিয়ে শেখ আব্দুল আউয়াল বলেন, অংশগ্রহণকারীরা সর্বাধুনিক নকশা ও পণ্যের প্রদর্শনী করবে ২৭৮টি স্টলে। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য ব্র্যান্ডের মধ্যে রয়েছে আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল ও লেগাসি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শন হলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আইসিসিবি’র গুলনকশা (হল-১), পুষ্পগুচ্ছ (হল-২) এবং রাজদর্শন (হল-৩) হলে অনুষ্ঠিত হবে এবারের এই বর্ণাঢ্য আয়োজন।
মেলার উদ্বোধনী দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নিবন্ধন শুরু হবে দুপুর ২টায়, প্রতিযোগিতা শুরু হবে বিকেল ৪টায়। প্রতিযোগিতায় ২০ জন শিশু পুরস্কৃত হবে। মোট পুরস্কারের অর্থমূল্য প্রায় দুই লাখ টাকা।
মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন বাংলা, কালের কণ্ঠ এবং অ্যাকসেস ইনফোটেক।
ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে যুক্ত ছিলেন- মেলা কমিটির সদস্য সচিব ও বিএফএসএমএস’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ইলিয়াস সরকার, মেলা কমিটির সদস্য ও বিএফএসএমএস’র চেয়ারম্যান সেলিম এইচ রহমান, মেলা কমিটির সদস্য ও বিএফএসএমএস র মহাসচিব এ. কবির মজুমদার, মেলা কমিটির সদস্য ও বিএফএসএমএস ‘র সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, মেলা কমিটির সদস্য ও বিএফএসএমএস র উপদেষ্টা দেওয়ান আতিফ রশিদ, মেলা কমিটির সদস্য ও বিএফএসএমএস ‘র প্রচার ও প্রকাশনা সচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান এবং ডিজাইন এন্ড টেকনোলজি সেন্টারের পরিচালক আসিফ মান্নান।