ঢাকা: লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩০৯ জন বাংলাদেশি নাগরিক। শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাই ওয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিরে আসা যাত্রীরা ৯ অক্টোবর ত্রিপোলি থেকে ফ্লাই ওয়া এয়ারলাইন্সের ওয়াইআই৫০৪০ ফ্লাইটে করে দেশের পথে রওনা হন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এর আগে, লিবিয়ার ত্রিপোলিতে যাত্রার আগে দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশি প্রবাসীদের বিদায় জানান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মন্ত্রী (রাজনৈতিক) কাজী আসিফ আহমেদ। এ সময় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়া এবং অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।