Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীতিনির্ধারকদের লুটপাটেই ৫৪ বছরে দেশ উন্নত হয়নি: অধ্যক্ষ আশরাফ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ১৯:৩৪ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ২০:১৩

মতবিনিময় সভায় ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

ঢাকা: নীতিনির্ধারকদের লুটপাটের কারণেই স্বাধীনতার ৫৪ বছরেও দেশ উন্নত হয়নি দাবি করে ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক বলেছেন, শুধু দক্ষতা দিয়ে দেশ উন্নতির পথে অগ্রগামি হতে পারে না। যদি না দেশের প্রথম সারির নাগরিকরা দক্ষতার সাথে সততার মেলবন্ধন না ঘটান। স্বাধীনতার ৫৪ বছরেও দেশ থেকে ক্ষুধা ও দারিদ্র্য দূর হয়নি। শুধুমাত্র নীতিনির্ধারকদের লুটপাট করে সব খেয়ে ফেলার মানসিকতার জন্য।

শুক্রবার (১০ অক্টোবর) উত্তরার লাবনী অডিটরিয়ামে উত্তরাস্থ প্রকৌশলীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ আশরাফুল বলেন, ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে চব্বিশের জুলাই এ ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করে রাজনীতির নতুনধারার সৃষ্টি করেছে। এখন সততা, দক্ষতা ও উন্নয়নকে সঙ্গী করে আগামির রাজনীতির পথ তৈরি করতে হবে।

বিজ্ঞাপন

তিনি ঢাকা-১৮ আসনের দক্ষিণখান, উত্তরখান, তুরাগ ও খিলক্ষেতের অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডগুলোর হোল্ডিং ট্যাক্স মওকুফ অথবা নামমাত্র ট্যাক্স ধার্যের বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ঢাকা-১৮ আসনে ভবিষ্যতে কোনো রাস্তা কাঁচা থাকবে না প্রতিশ্রুতি দিয়ে অধ্যক্ষ আশরাফ বলেন, শিক্ষা ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় শিক্ষাক্রম ঢেলে সাজানো হবে। ফ্যাসিস্ট আমলে বন্ধ হয়ে যাওয়া হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা হবে। উত্তরাকে একটি নিরাপদ মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে।

ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উত্তরা জোন জামায়াতের পরিচালক জামাল উদ্দিন ভূইয়া, উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, তুরাগ মধ্য থানার নায়েবে আমির কামরুল হাসান, ইঞ্জিনিয়ারস ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিকী, ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ার সফি উদ্দিন, তালহা জুবাইর, আকমল হোসেনসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উত্তরায় বসবাসরত প্রায় দুই শতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে

অধ্যক্ষ আশরাফ জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর