Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ার আওয়ামী লীগের দাপুটে নেতা ববি ঢাকায় গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ১৯:৫৮ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ২১:২৬

আওয়ামী লীগ নেতা ববিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ছবি: সংগৃহীত

বগুড়া: বগুড়ার একসময়ের দাপুটে আওয়ামী লীগ নেতা আবু ওবায়দুল হাসান ববিকে (৫৬) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা, সহিংসতা ও নাশকতাসহ ডজনখানিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) গভীর রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ইসহাক আলীর ছেলে। এরই মধ্যে তাকে বগুড়ায় এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইনচার্জ ইন্সপেক্টর মো. ইকবাল বাহার জানান, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগের নেতা ববি। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় সহিংসতা, নাশকতা ও হত্যাসহ ১২টির বেশি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

ডিবির কর্মকর্তা আরও জানান–হত্যা, মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক মামলা তদন্তাধীন। কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/জিজি

আবু ওবায়দুল হাসান ববি ঢাকায় গ্রেফতার