Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নর্থ সাউথে কোরআন অবমাননার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ২০:২২ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ২১:২৬

কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সামনে কর্মসূচির আয়োজন করা হয়। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে ও তার ফাঁসির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সামনে জেলার সাধারণ জনগণ ও আল খিদমাহ অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অপূর্ব পাল কোরআন অবমাননা করে মুসলিম উম্মার অনুভূতিতে আঘাত করেছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে উলামা-মাশায়েখরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রেসিডেন্ট মাওলানা মাহবুবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ রাকিবুল ইসলাম, সেক্রেটারি শাহরিয়ার সৌহার্দ্যসহ জেলা পর্যায়ের উলামা-মাশায়েখরা ও সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিজি

কুষ্টিয়ায় মানববন্ধন নর্থ সাউথে কোরআন অবমাননা