Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অনেক রঙ মিলে যেমন রঙধনু, তেমনি সবাই মিলে বাংলাদেশ’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ২০:৩২ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ২৩:০৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো: সব ধর্মের সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনেক রঙ মিলে যেমন রঙধনু, তেমনি সবাই মিলে বাংলাদেশ। বিএনপি এমন বাংলাদেশ গড়তে চায়।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নগরীর ইপিজেড এলাকায় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্যারেড গ্রাউন্ডে ‘হিল চাদিগা বুডিডস্ট ওয়েলফেয়ার সোসাইটি’র কঠিন চীবর দানোৎসবে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা হলো- ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্ম যার যার নিরাপত্তা সবার। ধর্ম যার যার উৎসব সবার। বিএনপি চায় সকল মানুষ, সকল নাগরিক যার যার ভাষা, কৃষ্টি, সংস্কৃতি নিয়ে বসবাস করবে, এটাই বাংলাদেশ। অনেকগুলো রঙ মিলে রঙধনু হয়, কিন্তু রঙধনু একটাই। তেমনি সবাই মিলে বাংলাদেশ। বিএনপি এমন বাংলাদেশের কথাই বলছে।’

বিজ্ঞাপন

‘বিএনপি আশা করে, আগামীর বাংলাদেশ হবে আমাদের সকলের প্রত্যাশার বাংলাদেশ হবে। আমরা সবাই যার যার ধর্মের ভালো কাজগুলো, ভালো কথাগুলো অনুসরণ করবো। তাহলে নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, দ্বিধাদ্বন্দ্ব কিছুই আর থাকবে না।’

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু,
চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ন আহ্বায়ক এম এ আজিজ বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এসএস

অনেক বাংলাদেশ মিলে রঙ রঙধনু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর