ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বাংলাদেশের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতিটি অর্জনের পেছনে রয়েছে শহিদদের অমর আত্মত্যাগ। শহিদ নাজির উদ্দিন জেহাদ, নূর হোসেন ও ডা. মিলনসহ অসংখ্য শহিদের রক্তের বিনিময়েই নব্বইয়ের স্বৈরাচারের পতন হয়েছিল।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে শহিদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস শহিদদের রক্তে রঞ্জিত। আজ আমরা যে স্বাধীনভাবে কথা বলছি, তার পেছনে আছে জিহাদ ভাই, ডা. মিলন, নূর হোসেনদের ত্যাগ।’
তিনি অভিযোগ করে বলেন, ‘খুনি হাসিনার আমলে ছাত্রদলের শত শত নেতাকর্মী খুন হয়েছেন, কেউ মাদক মামলায় ফাঁসানো হয়েছে। কিন্তু তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। সেই রক্তের উত্তরাধিকার হিসেবেই ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়েছে।’
রাকিব শহিদ জিহাদসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অঙ্গীকার করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহিদদের আদর্শ ও ত্যাগের স্মৃতি বুকে নিয়ে ভবিষ্যতে একটি মুক্ত, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে।