ঢাকা: সকল অংশীজনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
শুক্রবার (১০ অক্টোর) বিকেলে রাজধানীর মাদানী নগর এভিনিউ-এ ভাটারা থানা জামায়াত আয়োজিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেবেল প্লেইং ফিল্ড প্রস্তুত, গণহত্যার বিচার দৃশ্যমানসহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা।
প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাকা-১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান। উপস্থিত ছিলেন ঢাকা-১১ আসনের সকল সাংগঠনিক থানা আমির ও সেক্রেটারিরা।
সেলিম উদ্দিন বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী আমলে জনগণ কোনো ভোট দিতে পারেনি। তাই অগ্রাধিকার ভিত্তিতে আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকারের নিশ্চয়তা প্রদান করতে হবে। একইসঙ্গে কালো টাকা ও পেশীশক্তিমুক্ত নির্বাচন অনুষ্ঠানে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।’
তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন আশাবাদের সৃষ্টি হলেও সরকারের উপর্যুপরি ব্যর্থতার কারণে সাফল্য নিয়ে নানাবিধ সন্দেহ-সংশয়ের সৃষ্টি হয়েছে। পতিত ফ্যাসিবাদীরা নতুন করে মাথাচাঁড়া দিতে শুরু করেছে। দেশে চাঁদাবাজিসহ অপরাধ প্রবণতা বন্ধ হয়নি বরং চাঁদা না দেওয়ায় প্রকাশ্য রাজপথে পাথর মেরে মানুষ হত্যা করা হচ্ছে।