Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ২১:১৫ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ২৩:৪৪

তুরস্ক পৌঁছেছেন শহিদুল আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, শহিদুল আলমের ফ্লাইটটি শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে তিনি টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। ইস্তাম্বুলে তাকে স্বাগত জানান তুরস্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামের একটি প্ল্যাটফর্ম গাজার উদ্দেশ্যে নৌযাত্রা শুরু করেছিল। এই বহরে ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ নামক আরেকটি উদ্যোগের আটটি নৌযানসহ মোট ৯টি নৌযান অংশ নেয়।

বিজ্ঞাপন

বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা এই যাত্রায় যোগ দিয়েছিলেন, যার মধ্যে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমও ছিলেন।

কিন্তু বুধবার (৮ অক্টোবর) ইসরায়েলি সেনারা এই নৌবহরে আক্রমণ করে এবং জাহাজে থাকা সকল অধিকারকর্মী ও নাবিককে ধরে নিয়ে যায়।

পরে শহিদুল আলমসহ আটক অনেককে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে নেওয়া হয়। ইসরায়েলে আটক হওয়ার পর থেকেই শহিদুল আলমের মুক্তি নিশ্চিতে বাংলাদেশ সরকার জর্ডান, মিসর ও তুরস্কের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল।

সারাবাংলা/জিএস/এইচআই

ইসরায়েল গাঁজা তুরস্ক শহিদুল আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর